আত্মমর্যাদাশীল সিএসও-এনজিও সেক্টর: গ্রান্ড বারগেইন এবং স্থানীয়করণ বিষয়ে প্রচারণা চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা: ১৭ অক্টোবর ২০১৮, জেলা পরিষদ মিলনায়তন, চট্টগ্রাম

0

গত ১৭ অক্টোবর ২০১৮ চট্টগ্রম জেলার জেলা পরিষদ মিলনায়তনে ‘আত্মমর্যাদাশীল সিএসও-এনজিও সেক্টর: গ্রান্ড বারগেইন এবং স্থানীয়করণ বিষয়ে প্রচারণা’ শীর্ষক দিনব্যাপী প্রচারণা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে স্থানীয় এনজিও, আইএনজিও প্রতিনিধি, ডোনার সংগঠনের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, সাংবাদিক, সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরিচিতি পর্ব সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক মোস্তফা কামাল আকন্দ। কর্মশালাটি সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম আব্দুস সালাম। উদ্বোধনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন এডাবের পরিচালক একেএম জসিমউদ্দিন, চট্টগ্রাম এডাবের সভাপতি জেসমিন সুলতানা পারু, এনআরডিএস এর সমস্বয়ক আব্দুল আউয়ালসহ অনেকে।
জাতীয় সংগীতের মাধ্যমে দিনের অধিবেশন শুরু হয়। এরপরই সঞ্চালক কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম চৌধুরী দিনের কর্মসূচি বর্ণনা করেন। আলোচনার শুরুতেই তিনি গ্রান্য বারগেন এর বিষয়বস্তু এ প্রক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন এই গ্রান্ড বারগেনের মূল লক্ষ্য ছিলো স্থানীয়করণ। তিনি কর্মশালায় আলোচিত গ্রান্ড বারগেন, চার্টার ফরচেইঞ্জ, ডেভেলপমেন্ট এফেকটিভনেস, GPDC ইত্যাদি বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করেন। তিনি অংশগ্রহণকারিদের নিজেদের উদ্যোগে অনেক কিছু জানতে জানতে বলেন কারন এখনকার এনজিও-সিএসওরা নলেজ লিডার না হলে পিছিয়ে পরতে হবে। [বিস্তারিত প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করুন] [সেমিনার ভিডিও]
Photos

Leave A Reply

error: Content is protected !!