গত ৩০ সেপ্টেম্বর ২০১৮ তে সিলেটের নগরের উপশহরস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ‘আত্মমর্যাদাশীল সিএসও-এনজিও সেক্টর: গ্রান্ড বারগেইন এবং স্থানীয়করণ বিষয়ে প্রচারণা’ শীর্ষক দিনব্যাপী প্রচারণা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কর্মশালায় সিলেট বিভাগস্থ বিভিন্ন স্থানীয় এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধি, অধিকার সচেতন ও সোচ্চার ব্যক্তি, ট্রেড ইউনিয়ন, নারীবাদী সংগঠন, পরিবেশবাদী সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৯৪ জন ব্যাক্তি উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজম খান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, সচেতন নাগরিক কমিটি সিলেট শাখার সভাপতি আজিজ আহমদ সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, মানবাধিকার কর্মী ও হবিগঞ্জ বাপার সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, এডাব এর কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এম কে আজাদ, এফআইভিডিবি এর প্রতিনিধি জিয়াউল রহমান সিপার, আইডিইএ এর নির্বাহী পরিচালক নাজমুল হক, মানবাধিকার কর্মী হাসিনা মহিউদ্দিন।
পরিচিতি পর্ব সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক মোস্তফা কামাল আকন্দ। কর্মশালাটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক শওকত আলী টুটুল। [বিস্তারিত প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করুন] [সেমিনার ভিডিও]
Photos